Date : 2024-03-19

৫ টাকায় ভরপেট খাওয়া, সোমবার কলকাতায় শুরু মায়ের রান্নাঘর

বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গরিবদের জন্য স্বল্প মূল্যে আহারের ব্যবস্থা করতে চান তিনি। সেই উদ্দেশ্যে কমিউনিটি কিচেন বা মায়ের রান্নাঘর প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার মায়ের রান্নাঘর চালু হচ্ছে কলকাতা পুরসভা এলাকায়। সোমবার নবান্ন থেকে ভার্চুয়ালে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আপাতত কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতে এই কমিউনিটি কিচেন খোলা হবে। যেখানে মাত্র ৫ টাকায় ডিমের ঝোল, ভাত, ডাল ও মরসুমি তরকারি দেওয়া হবে। প্রতিদিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত, আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে এই খাবার বন্টন করা হবে। এখন কলকাতা পুরসভা এলাকায় চালু হলেও ভবিষ্যতে রাজ্যের প্রতিটি পুর এলাকাতেই এই প্রকল্প চালু করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। যদিও ভোটের আগে রাজ্য সরকারের এই উদ্যোগকে সমালোচনায় বিঁধেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের বক্তব্য, করোনাকালে লকডাউনের সময় এমন কিছু করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এখন ভোট বৈতরণী পার হতে ও ভোট কিনতে খাদ্য তুলে দিতে চাইছেন তিনি।