Date : 2024-04-26

চেন্নাইয়ের বদলা চেন্নাইয়েই, দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারাল ভারত

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে গর্বের ফানুশ উড়িয়েছিল ইংল্যান্ড। সেই চেন্নাইয়ের মাটিতেই ইংরেজদের গর্বের ফানুশকে ফুটো করে দিল ভারত। মাত্র সাড়ে তিন দিনেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে কচুকাটা করল বিরাট বাহিনী। চার টেস্টের সিরিজ আপাতত ১-১। ফলে বাকি দুই টেস্টে লড়াই যে আরও জমবে সেই বারুদই ঠাসা রইল দুই শিবিরে।

প্রথম ইনিংসে রোহিত শর্মার ১৬১ রানের সৌজন্যে ৩২৯ রানের ইনিংস খাড়া করেছিল ভারত। পক্ষান্তরে ১৩৪ রানেই অল আউট হয়েছিল ইংল্যান্ড। ৫ উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত লিড পায় ১৯৫ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত করে ২৮৬ রান। ১০৬ রানের ইনিংসে খেলেন অশ্বিন। ফলে ইংরেজদের সামনে ৪৮২ রানের টার্গেট রাখে ভারত। ম্যাচের দেওয়াল লিখন তখনই স্পষ্ট হয়ে যায়। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে ভারতের তিন স্পিনারকে সামলানো আর দু-দিনে এভারেস্টে ওঠা কার্যত একই হয়ে দাঁড়ায়। ফলে যা হওয়ার তাই হল। সোমবার খেলা শেষের সময় ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। মঙ্গলবার খেলার চতুর্থ দিনে ইংরেজদের বাকি ৭ উইকেট তুলতে বেশি সময় নষ্ট করেননি অশ্বিন ব্রিগেড। কেরিয়ারের প্রথম টেস্টেই ৬০ রানে ৫ উইকেট পেলেন অক্ষর প্যাটেল। ম্যাচে অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্স চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাটে ১৩ ও ১০৬। প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট। ইংরেজদের পক্ষে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন বেন ফোকস।