পৃথিবীতে নানা ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই।কিছু সম্পর্ক মজার,কোনোটা আবার জটিল।আমরা যখন কোনো সম্পর্কে আবদ্ধ হই , তার মধ্যে কিছু সম্পর্ক আমাদের কাছে হয়ে ওঠে অত্যন্ত খাঁটি এবং ভালোলাগার।যার দ্বারা আমরা সমৃদ্ধ হই।সেইসব সম্পর্কের সাধারণ কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনিও তাদের মধ্যে একজন কিনা।
নিজস্ব পরিচয় প্রদানে সহায়তা
বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে দম্পতিরা অজান্তেই একে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে।এমনকি পছন্দ ও ভালোলাগার মধ্যেও নির্ভরশীলতা লক্ষ্য করা যায় ফলে তাদের নিজস্বতা হারিয়ে যায়।প্রকৃত সম্পর্ক নিজস্ব সত্তাকে উন্মোচিত করতে সাহায্য করে।
দুর্বলতাকে ব্যক্ত করা
অনেকেই নিজেদের সঙ্গীদের সামনে দুর্বলতাকে ব্যক্ত করতে সঙ্কোচ বোধ করেন।প্রকৃত ভালোবাসা আপনার ভয় ও দুর্বলতাকে স্বীকার করে নেবে।
কথা রাখা
এই ধরনের দম্পতিরা যে কোনো পরিস্হিতিতেই কথা রাখতে জানেন।তারা সবসময় নিজেদের শ্রদ্ধাশীল মনোভাবের পরিচয় দিয়ে থাকেন।
যৌনতাই সমস্যার সমাধান নয়
আধুনিক যুগে অনেকেই সমস্যার সমাধানের জন্য যৌনতাকে ব্যবহার করে।তা খুব একটা কার্যকর নয়।বরং সুস্হ সম্পর্কে চাই খোলামেলা আলোচনা।