Date : 2024-03-29

হিমবাহ ভেঙে উত্তরাখণ্ডে প্রলয়, নিখোঁজ প্রায় দুশো

দুঃস্বপ্নের রবিবার। প্রকৃতির রোষের সাক্ষী হয়েছিল উত্তরাখণ্ডের চামোলি জেলা। হিমবাহ ভেঙে যে বিপর্যয় তা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যকে। সোমবার রাত পর্যন্ত ২৬টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৭১ জন। পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারের কাজে বহু প্রতিবন্ধকতা পেরোতে হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, আইটিবিপির জওয়ানদের। টানেলে আটকে পড়েছেন কমপক্ষে ৩৯ জন। তাদের উদ্ধার করতে প্রাণপাত চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। কিন্তু টানেলের মুখে জমে গিয়েছে কাদামাটির মন্ড। ফলে পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে উদ্ধারের কাজ। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটিয়ে যেভাবে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে, তারই জের এই ধ্বংসলীলা। বিষ্ণ উষ্ণায়নে বরফ গলছে। তার সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজে তাপমাত্রা আরও বেড়েছে। এর বিরোধিতায় সরব হয়েছিলেন রেইনি গ্রামের বাসিন্দারা। তবে প্রতিবাদের ভাষা রোখা গেলেও আটকানো গেল না প্রাকৃতিক বিপর্যয়। তারই জের হিমবাহ ভেঙে প্লাবন।