Date : 2024-04-26

বাজল ভোটের ঘণ্টা, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, ফলপ্রকাশ ২ মে

পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দোসরা মে হবে ফলপ্রকাশ। ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

প্রথম দফা -২৭ মার্চ – ৩০ আসন (ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর)

দ্বিতীয় দফা – ১ এপ্রিল – ৩০ আসন (বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা)

তৃতীয় দফা – ৬ এপ্রিল – ৩১ আসন (হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা)

চতুর্থ দফা – ১০ এপ্রিল -৪৪ আসন (হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার ও আলিপুরদুয়ার)

পঞ্চম দফা – ১৭ এপ্রিল – ৪৫ আসন (উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং)

ষষ্ঠ দফা – ২২ এপ্রিল – ৪৩ আসন (উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান)

সপ্তম দফা – ২৬ এপ্রিল – ৩৬ আসন (মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)

অষ্টম দফা – ২৯ এপ্রিল – ৩৫ আসন (মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতা উত্তর)