Date : 2024-04-28

আনন্দের মধ্যেই অবসর ঘোষণা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আরও একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আনন্দ আবহের মধ্যেই অবসর ঘোষণা করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর।

বাংলা বিধানসভা নির্বাচনের আগে মসনদে ফিরতে প্রশান্ত কিশোরের উপর ভরসা রেখেছিল ঘাসফুল শিবির। দুঁদে এই রাজনৈতিক কৌশলীর পাশার চালেই থেমে যায় গেরুয়া ঝড়। নির্বাচনের আগে যখন বিজেপি ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসার কথা বলছিল, তখন রীতিমতো চ্যালেঞ্জ করেন প্রশান্ত কিশোর। বলে দেন, বিজেপি তিন অঙ্ক ছুঁতেও পারবে না। রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর তা-ই দেখা গেল।

৭৬টি আসন পেয়েই আটকে গেল বিজেপির বিজয় রথ। মমতা বন্দ্যোপায়ের জয়ের পিছনে থাকা এই রাজনৈতিক কৌশলী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি বহুদিন ধরে একটি সুযোগের অপেক্ষা করছিলেন। বাংলা তাঁকে সেই সুযোগ দেয়। একটি টুইট করে তিনি এও জানিয়েছিল, যদি বিজেপি ডাবল ডিজিট ছাড়াবে না। যদি বিজেপি ভালো ফল করে তবে তিনি তাঁর জায়গা থেকে সরে যাবেন।