Date : 2024-04-25

টিকাকরণে আজব কাণ্ড

ওয়েব ডেস্ক : টিকাকরণের প্রথম ডোজটি কোভিশিল্ড পরেরটি কোভ্যাক্সিনের। এমনই অদ্ভুত এক অভিজ্ঞতা হল উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দাদের। নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত সিদ্ধার্থনগর জেলার ওই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে ভুল করে অন্তত কুড়িজন গ্রামবাসীকে দুই সংস্থারই করোনা টিকা দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চিন্তিত গ্রামবাসীরা।

যদিও স্থানীয় প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত কারও শরীরেই কোনও সমস্যা দেখা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায় ,প্রত্যন্ত গ্রামের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এপ্রিলের প্রথম সপ্তাহে কোভিশিল্ড ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর ১৪ মে দ্বিতীয় ডোজ হিসেবে কোভিশিল্ড না দিয়ে দেওয়া হয় কোভ্যাক্সিন। সিদ্ধার্থনগরের মুখ্য মেডিক্যাল অফিসারের মতে ,স্রেফ অসাবধানতা ও উদাসীনতাই এই ঘটনার জন্য দায়ী।

পাশাপাশি প্রশাসনের দাবি, এখনো পর্যন্ত কোনও গ্রামবাসীরই শরীরে কোনও সমস্যা দেখা যায়নি কিংবা কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। তবে এমন দাবিকে সমর্থন করছেন না ভুক্তভোগীরা। ঘটনা প্রকাশিত হওয়ার পর রীতিমতো চিন্তায় গ্রামবাসীরা।