Date : 2024-03-29

সংক্রমণ নিয়ন্ত্রণে, দিল্লিতে শুরু আনলক পর্ব

ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণে সংক্রমণ। আগামী সোমবার থেকেই দিল্লিতে শুরু হচ্ছে আনলক পর্ব। শুক্রবার এমনটাই জানালেন, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়াল এদিন বলেন, “সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলিতে কাজ শুরু করা যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘এ বার সব কিছুই খুলে দেওয়া জরুরি। তা না-হলে অনাহারে মরতে হবে মানুষকে।’’

আগেই অবশ্য কেজরিওয়াল জানিয়েছিলেন, রাজধানীতে বিগত কয়েকদিনে, সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নেমে গিয়েছে। লকডাউনের যে সুফল মিলেছে, তাতে করোনার দ্বিতীয় ঢেউ আটকানো সম্ভব হয়েছে।

দিল্লিতে করেনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেন সহ চিকিৎসার অন্যান্য সরঞ্জামের হাহাকার তৈরি হয়েছিল। তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। যে কারণেই এই ধরনের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।