Date : 2024-03-29

ভোটাধিকার হারানোর পথে হংকংবাসী

ওয়েব ডেস্কঃ হংকংয়ের আইনসভায় পাশ হয়ে গেল একটি বিতর্কিত সংশোধিত নির্বাচনী বিল। এর ফলে ভোটাধিকার হারানোর মুখে সেখানকার বাসিন্দারা। নয়া আইনের ফলে হংকংয়ের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন চিনাপন্থীরা। হংকংয়ের উপর কর্তৃত্ব স্থাপন করতে মরিয়া ছিল চিন।সেই লক্ষ্যে তারা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

৪০-০২ ভোটে হংকংয়ের আইনসভায় পাশ হয়ে গেল বিতর্কিত সংশোধিত বিলটি। বিলটিতে আইনসভার আসন সংখ্যা ৭০ থেকে বাড়িয়ে ৯০ করার কথা বলা হয়েছে। এর মধ্যে ৪০টি আসনের সদস্য বেছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বেজিং সমর্থিত নির্বাচন কমিটিকে। অন্যদিকে মাত্র ২০টি ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছে হংকংবাসীকে। আগে ৭০টি আসনের মধ্যে ৩৫জন সদস্যকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারতেন তাঁরা।

বিতর্কিত বিলটির সমালোচনায় সরব হয়েছে আমেরিকা। বেজিং হংকংবাসীদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিচ্ছে বলেও অভিযোগ তোলে ওয়াশিংটন। এই বিলটির বিরুদ্ধে প্রতিবাদ পৌঁছেছিল আন্তর্জাতিক মঞ্চেও। কিন্তু সেসব উপেক্ষা করেই বিতর্কিত বিলটিতে সই করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।