Date : 2024-04-20

যুবরাজের আক্ষেপ

পঞ্চাশ ওভার ও টি-টোয়েন্টির মারকুটে ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের মন খারাপ। একদিনের ক্রিকেটে যুবি ব্যাট করলে উল্টোদিকে হেঁচকি তোলেননি এমন বোলার বোধহয় আতশকাচ দিয়ে খুঁজলেও মিলবে না। সীমিত ওভারে তাঁর ব্যাট রান মেশিন হলেও, টেস্টে বরাবরই শ্লথ ছিলেন পাঞ্জাবের দাপুটে ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের রানের ঝুলিতে যুবির মোট সংগ্রহ 1900 রান, সেঞ্চুরি 3টি, হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র 11টি।

শেষবার টেস্টে বা-হাঁতি তারকাকে দেখা যায় 2012 সালের 9 ডিসেম্বর, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওয়ান-ডে তে নিয়মিত ভাবে বাইশ গজে নামলেও টেস্টের সাদা টুপিতে যুবরাজকে খুব বেশি দেখেননি ক্রিকেট ভক্তরা। এবার সেই নিরাশা ও আক্ষেপই ফুটে উঠল তাঁর গলায়। বকলমে তৎকালীন বিসিসিআই নির্বাচকদের বিরুদ্ধে ছুড়ে দিয়েছেন কটাক্ষও। টুইটে তিনি জানিয়েছেন, আশা করি আগামি জন্মে হয়ত আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব। পাশাপাশি জানিয়েছেন, তখন আর হয়ত আমাকে 7 বছর ধরে বাইরে রাখা হবে।