Date : 2024-04-17

করোনাকালে পাশে গৌতম গম্ভীর

করোনার দ্বিতীয় ঝাপটায় বিধ্বস্ত দেশ। রাজ্যে রাজ্যে চলছে লকডাউন। সংক্রমণ গ্রাফকে নিচে নামাতে একজোট হয়ে লড়ছেন চিকিৎসকদের একাংশ। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তেদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লিতে চলতি বছরের শুরুতে গান্ধীনগরে একটি ক্যন্টিন চালু করেছিলেন প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। মাত্র 1 টাকার বিনিময়ে যেখানে পেটভরা খাবার পাচ্ছিলেন বহু মানুষ।

ক্যান্টিনের নাম দিয়েছিলেন জন রসুই। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে সেই ক্যান্টিনের। করোনাকালে একদিকে বিপাকে পড়তে হয়েছে রোগীর পরিজনদের। অন্যদিকে দিশাহারা অবস্থায় পরিযায়ী শ্রমিকরা। এই দুইয়ের মাঝে বহু মানুষের খাবার যোগাচ্ছে গমভীরের 1 টাকার ক্যান্টিন। সম্প্রতি আরও একটি ক্যান্টিনের উদ্বোধন করেছেন তিনি। সম্পূর্ণ করোনাবিধি মেনে 1 টাকায় সুষম খাবার পাচ্ছেন বহু মানুষ। ক্যান্টিনের প্রসঙ্গে তিনি বলেছেন, প্রত্যেক মানুষের খাওয়ার অধিকার রয়েছে৤ তা তাঁরা যে কোনও ধর্মেরই হোন না কেন।

সবমিলিয়ে প্রাক্তন ভারতীয় ভারতীয় ক্রিকেটারের ক্যান্টিন এখন ভরসা যোগাচ্ছে বহু মানুষের।