Date : 2024-03-29

মাত্র ২৮ ঘন্টায় ১০তলা বাড়ি

ওয়েব ডেস্ক : একটি বাড়ি তৈরী করতে লাগে নির্দিষ্ট পরিকল্পনা। লাগে নির্দিষ্ট সময়। ধরা যাক ঠিকমতো প্রস্তুতি নিয়ে দোতলা থেকে তিনতলা বাড়ি পুরোপুরি তৈরী করতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। করোনা পরিস্থিতিতে যেখানে জনজীবন স্তব্ধ।এই সময় হঠাত যদি শোনেন ২৮ ঘন্টায় একটা দশতলা বাড়ি তৈরী হয়ে গিয়েছে তাহলে যেকেউ একটু অবাক হবেন বৈকি। আর এই অসাধ্য সাধন বা আজব কান্ড করেছে চিন।একদিনের একটু বেশি সময়েই এই গগনচুম্বী ওই ইমারত তৈরি করে তাক লাগিয়েছে একটি চিনা সংস্থা।

খবর সামনে আসতেই প্রশ্ন উঠছে সকলের মনে এ কিভাবে সম্ভব। কিভাবে সম্ভব হল এই অসাধ্যসাধন। চিনা সংস্থাটির তরফে জানানো হয়েছে বাড়ি তৈরী করতে প্রি-ফ্যাব্রিকেটেড পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ আগেই বাড়িটি আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে ব্রড নামে ওই সংস্থার কারখানায়। তারপর নির্মাণস্থলে সেগুলিকে নিয়ে এসে বিশালাকার তিনটি ক্রেনের মাধ্যমে একটি ব্লকের উপর আরেকটি ব্লক বসানো হয়।তাই এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে এত স্বল্প সময় বাড়িটি তৈরী করা হলেও বাড়িটি যথেষ্ট মজবুত,ভূমিকম্পবিরোধী। পাশাপাশি বিশালাকার এই বাড়িটির সুবিধা হল যখন অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজন হলে স্থানান্তকরণে সম্ভব।