Date : 2024-05-02

তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল

ওয়েব ডেস্ক : তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল। রাজ্য যুব সভাপতির পদ ছাড়লেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে যুব-র পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর বদলে এই পদে এলেন, সায়নী ঘোষ।

এদিন দলের ‘এক ব্যক্তি, এক পদ নীতি‘ মেনেই ইস্তফা দেন অভিষেক। এর পাশাপাশি এদিন রাজ্যের সাধারণ সম্পাদক পদে এলেন কুনাল ঘোষ এবং মহিলা তৃণমূলের রাজ্য সভাপতি হলেন, কাকলি ঘোষ দস্তিদার। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী হলেন, রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। অন্যদিকে প্রাক্তণ বিধায়ক পুর্ণেন্দু বসু হলেন, দলের খেতমজুর শাখার সভাপতি। তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন এবং শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বঙ্গজননীর সভানেত্রী হলেন মালা রায়। মূলত, ‘এক ব্যক্তি, এক পদ’-নীতির কথা মাথায় রেখেই সাংগাঠনিক স্তরে এই রদবদল করা হল বলেই মনে করা হচ্ছে।