Date : 2024-05-08

এবার স্টাফ ট্রেনেও উঠতে পারবেন ব্যাঙ্ক কর্মীরা

ওয়েব ডেস্ক : জরুরি পরিষেবাতেও এবার স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন, ব্যাঙ্ক কর্মীরা। মঙ্গলবার পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে বলে খবর।

যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য, “রাজ্যের তরফে এ বিষয়ে কোনও চিঠি এখনও আমরা পাইনি। এর আগে স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিএসএনএল ও হাই কোর্টের কর্মীদের এই স্টাফ স্পেশ্যালে চড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার ব্যাংক কর্মীদের এই ছাড় দিতে হলে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।” একই কথা জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, “রাজ্যের তরফে এমন কোনও নির্দেশিকা এখনও আমরা পাইনি।”

ফলে এদিন রেলের তরফে রাজ্যকে একটি চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়, স্টাফ স্পেশ্যাল ট্রেনে ব্যাংক কর্মীদের উঠতে দিতে আপত্তি নেই রেলের। রাজ্যও রেলের সঙ্গে সহমত হয়েছে বলে খবর। যদিও রাজ্যের তরফে এখনও কোনও চিঠি মেলেনি বলে দাবি করেছে রেল। তবে এই ছাড়পত্র মিললে, ব্যাংক কর্মীদের মান্থলি টিকিট কাটতে হবে। এরপর ব্যাংকের পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন তাঁরা।