Date : 2024-04-25

বাতিল হল CBSE এবং ICSE-র দ্বাদশের পরীক্ষা

ওয়েব ডেস্ক : করোনা আবহে বাতিল হল CBSE এবং ICSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। করোনা আবহে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই বড় আকার নিয়েছে করোনা সংক্রমণ। বয়স্কদের পাশাপাশি তরুণদের আক্রান্তের হারও অনেক বেশি করোনার দ্বিতীয় ঢেউতে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, ভারত সরকার সিবিএসই-র বোর্ডের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। উচ্চপর্যায়ের বৈঠক ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই পড়ুয়াদের মঙ্গলার্থে এবং বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীদিনে যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করবে এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এছাড়া স্কুল ও উচ্চশিক্ষা দফতরের ক্যাবিনেট সেক্রেটারিরাও যোগ দেন ওই ভার্চুয়াল বৈঠকে। তার কিছুক্ষণ পরই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে ICSE বোর্ড। 

কীভাবে এবং কিসের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে, তা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।