Date : 2024-04-26

গত 24 ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নগামী

ওয়েব ডেস্ক : যে হারে সংক্রমণ বাড়ছিল তাতে করে ঘুম উড়েছিল রাজ্যবাসীর। তবে গত 24 ঘন্টায় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে সংক্রমণের গ্রাফ নিম্নগামী। কিছুটা হলেও কমেছে একদিনে আক্রান্তের সংখ্যা। কমেছে মৃতের সংখ্যাও। অন্যদিকে বেড়েছে সুস্থতার হার।

করোনার চালচিত্র3রা জুন

রাজ্যে মোট আক্রান্ত 14,03,535 , একদিনে আক্রান্ত 8,811 , একদিনে মৃত 108 জন, সুস্থতার হার 94.46 শতাংশ

সংক্রমণের দিক থেকে উঃ 24 পরগনা তালিকার শীর্ষে। এরপরেই রয়েছে কলকাতা। তবে গত 24 ঘন্টায় সংক্রমণের নিরিখে দুই জায়গাতেই কিছুটা হলেও কমেছে আক্রান্তের সংখ্যা।

এক থেকে দশে কোন কোন জেলা – 3রা জুন

উঃ 24 পরগনায় একদিনে আক্রান্ত 1842, কলকাতায় একদিনে আক্রান্ত 976, হাওড়ায় আক্রান্ত 656, দঃ 24 পরগনায় আক্রান্ত 590, হুগলিতে আক্রান্ত 571, দার্জিলিং 541, নদিয়ায় আক্রান্ত 526, জলপাইগুড়ি 510, পূর্ব মেদিনীপুর 435, পশ্চিম মেদিনীপুর 403

সংক্রমণের গ্রাফ যখন নিম্নমুখী ঠিক তখনই বোলপুরে দেখা গেল অসচেতনতার ছবি। গাদাগাদি করে বাজার করতেই ব্যস্ত সবাই। এ হেন মানসিকতা বিপদ ডেকে আনতে পারে। তাই ঢিলেঢালা মানসিকতা ছেড়ে সংক্রমণ রোধে সচেতনতাই হোক হাতিয়ার।