Date : 2024-04-27

হাসপাতালে ভর্তি না হলেও কোভিডে মৃত্যুতে দিতে হবে শংসাপত্র : কেন্দ্র

ওয়েব ডেস্কঃ কোভিড রোগী হাসপাতালে ভর্তি না হলেও কেউ যদি বাড়িতে থেকেই মারা যান, তবে তা কোভিড মৃত্যু হিসাবেই ধরতে হবে। মৃত্যুর শংসাপত্রেও কোভিডে মৃত্যু হয়েছে বলে পরিষ্কার ভাবে লিখতে হবে চিকিৎসকদের। কোভিডে সঠিক পরিসংখ্যানের ভিত্তিতে অভিযোগে বিদ্ধ যখন বেশ কয়েকটি রাজ্য, সেইসময় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। এমনকি এই নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এখনও পর্যন্ত ছ’টি রাজ্যের বিরুদ্ধে কোভিডে মৃত্যুর তথ্য লুকোনোর অভিযোগ রয়েছে। সেগুলি হল, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি এবং বিহার। এর মধ্যে সাম্প্রতিক সংযোজন বিহার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ে ২০২১ সালে গোটা দেশ যখন বিধ্বস্ত, সেইসময় প্রথম পাঁচ মাসে ৭ হাজার ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিহর সরকার। তবে এক সুত্র মারফত জানা গিয়েছে, ওই সময়ে বিহারে ৭৫ হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হলেও, তাঁদের মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ উল্লেখ নেই।