Date : 2024-04-19

সাইবার হানার পরিকল্পনা ছিল হানের ? তার শরীরে কি চিপ লুকনো ?

ওয়েব ডেস্ক : সাইবার হানার পরিকল্পনা নিয়ে ভারতে প্রবেশ করেছিল চিনা নাগরিক হান। ভারতে ঢুকে সে কতদূর পর্যন্ত জাল বিস্তার করেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সাইবার বিশেষজ্ঞ হানের পিছনে কারা রয়েছে। হানের ল্যাপটপ ও ফোন খুলতে পারলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।

মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার হওয়া চিনা নাগরিক হান চুনওয়েকে নিয়ে হাজারও প্রশ্ন তদন্তকারী গোয়েন্দাদের। হান চুনওয়ে একজন সাইবার বিশেষজ্ঞ। তাই তাঁর শরীরে কোনও চিপ লুকনো রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। সন্দেহ নিরসন করতে সিটিস্ক্যান করা হবে হানের। বর্তমানে মালদার কালিয়াচক থানার হেফাজতে রয়েছে সে। কী কারণে সে ভারতে এসেছে তার হদিশ পেতে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।

বিএসএফের অভিযোগ হান চুনওয়ে ভারত থেকে প্রচুর ডেটাবেস চিনে পাচার হয়েছে। হান সাইবার হানার অভিসন্ধি নিয়ে ভারতে ঢুকেছে বলে তদন্তকারী অফিসারদের দাবি। হান চুনওয়েকে জেরা করে প্রায় প্রতিদিনই নানান তথ্য উঠে আসছে আর তাতে দেশের নিরাপত্তা সম্পর্কে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।