Date : 2024-04-26

পুরসভার অনুমোদন ছাড়াই টিকাকরণের শিবির আটক এক

ওয়েব ডেস্ক : পুরসভার অনুমোদন ছাড়াই টিকাকরণ শিবির চালানোর অভিযোগে আটক করা হল এক ব্যক্তিকে। আইএএস অফিসার সেজে চালাচ্ছিলেন টিকাকরণ কর্মসূচি । পুলিশের দাবি, কসবায় 107 নম্বর ওয়ার্ডে বেআইনি ভাবে চলছিল ওই শিবিরটি।সেখান থেকেই টিকা নিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। এছাড়াও ওই ক্যাম্প থেকে প্রায় আড়াইশো ব্যাক্তি টিকা নেন। তবে টিকাকরণের পর এসএমএস না আসায় সন্দেহ দানা বাঁধে।

ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে ছিল নীলবাতি লাগানো কলকাতা পুরসভার গাড়িও। দেবাঞ্জন দেব নামে এক ব্যাক্তি নিজেকে আইএএস পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন। জাল পরিচয়পত্র ও গাড়ি সহ আটক করা হয় তাকে। শুধু তাই নয় দেবাঞ্জন নিজেকে আসিস্টেন্ট কমিশনার বলেও দাবি করেছিলেন।কোথা থেকে এল এত ভ্যাকসিন গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম এবং পুরসভার কেউ জড়িত থাকলে বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি।