Date : 2024-04-26

কোভিড চিকিৎসা সহ ব্যবহৃত বহু পণ্যে কমল GST

ওয়েব ডেস্কঃ- চাপ আসছিল আগেই। বিভিন্ন মহল থেকে চিঠিও এসে পৌঁছেছে। তবে করোনা টিকার জিএসটি দরে কোনো বদল এলো না। বদল এলো করোনা চিকিৎসা সহ বেশ কয়েকটি সামগ্রির জিএসটি দরে। তার মধ্যে পড়ছে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। যা কটোনা চিকিৎসার বহুল ব্যবহৃত একটি পণ্যের মধ্যে একটি। রেমডেসিভির জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ। এছাড়াও ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসাতেও ব্যবহৃত দুটি ওষুধে কমল করের হার। শনিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল GST কাউন্সিলের পক্ষ থেকে।

করোনা কালে অতি প্রয়োজনীয় তাপমাত্রা মাপার সব যন্ত্রে কমল জিএসটি। আগে এই যন্ত্রগুলিতে কর দিতে হত ১৮ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ। একইভাবে বৈদ্যুতিক চুল্লিতেও জিএসটি ১৮ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। অ্যাম্বুল্যান্স ক্রয়ের ক্ষেত্রেও জিএসটি বেশ খানিকটা কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। যা আগে অনেকটাই বেশি ছিল। এর সঙ্গে কমল পালস অক্সিমিটারেও জিএসটিও। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই পণ্য গুলির উপর জিএসটির এই হারই কার্যকর থাকবে।