Date : 2024-04-25

কোভিড টিকা নিলেই বিমান পরিষেবায় মিলবে ছাড় আকর্ষণীয় অফার ইন্ডিগো-র

ওয়েব ডেস্কঃ- ভ্যাকসিন নিলেই বিমানযাত্রার ক্ষেত্রে মিলবে ছাড়। এমনই আকর্ষণীয় অফার উড়ান সংস্থা ইন্ডিগো-র। টিকা প্রাপ্ত যাত্রীদের মূল ভাড়ায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে তারা। বুধবার সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। ইন্ডিগো ভারতে এই প্রথম বিমান সংস্থা যারা টিকা নেওয়ার জন্য যাত্রীদের টিকিটে ছাড় দিছেন। সংস্থাটি জানিয়েছে, তারা আশা করছে যে এই পদক্ষেপের কারণে অনেক মানুষ টিকা নিতে উৎসাহিত হবেন।

একটি বিবৃতিতে ইন্ডিগো আরও জানিয়েছে, ছাড়টি কেবল, ১৮ বছর বা তার বেশি বয়সের যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যারা টিকিট বুকিং-এর সময় ভারতে ছিলেন এবং দেশেই টিকা নিয়েছেন, শুধু মাত্র তাঁরাই এই ছাড় পাবেন। আর এই ছাড় পেতে দরকার স্বাস্থ্য মন্ত্রকের কোভিড টিকা নেওয়ার শংসাপত্র। এ ছাড়াও আরোগ্য সেতু অ্যাপে টিকা নেওয়ার স্টেটাস বিমানবন্দরের চেক-ইন কাউন্টার বা বিমানে ওঠার সময় দেখাতে হবে। তবেই মিলবে এই ছাড়।