ওয়েব ডেস্কঃ- কলকাতা কর্পোরেশনের উদ্যোগে পোস্তা বাজারে শুরু হল, ‘ভ্যাকসিনেশন ওন হুইলস‘ কর্মসূচী। এই কর্মসূচীর উদ্বোধন করলেন, কলকাতা কর্পোরেশনের প্রসাশক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ও মন্ত্রী শশী পাঁজা। এদিন মোট ৩০০ জনকে দেওয়া হল কোভিড শিল্ডের প্রথম ডোজ।
কর্পোরেশনের এই নয়া উদ্যোগ সম্পর্কে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, “জোগান কম থাকায় এখনও সকলকে টিকা দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকার পর্যাপ্ত টিকা পেলে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।”
এছাড়াও, যাঁরা আজ টিকা নিতে আসেন তাঁরা প্রত্যেকেই আধার কার্ড নিয়ে আসেন। এর সাহায্যে কো-উইনে প্রত্যেকের নাম নথিভুক্ত করে দেন কর্পোরেশনের কর্মীরা।