Date : 2024-04-26

ফের লকডাউন মালয়েশিয়ায়

ভারতে করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে। খানিকটা স্বস্তিতে চিকিৎসক মহল। তবে আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। তবে কি আবার ভারতে তৃতীয় আসতে চলেছে ? অন্যদিকে ব্রিটেনে ধীরে ধীরে উঠছে লকডাউন। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন নাগরিকরা। প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিমধ্যেই ঘোষণা করেছেন, 21 জুন থেকে কড়াকড়ি কমবে দেশে।

আবার অন্য বিপদের আশঙ্কায় মালয়েশিয়া। এই দেশে ইতিমধ্যেই তৃতীয় ছেউ আছ়ড়ে পড়েছে। সংক্রমণ রুখতে ফের লকডাউন শুরু হয়েছে মালয়েশিয়ায়। জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আবারও ফের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়িক মহল। সূত্রের খবর, 2 রা জুন মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে 126 জনের।

যা রেকর্ড পরিমাণ করোনায় মৃত্যু ওই দেশে। তাই সংক্রমণে রাশ টানতে 1 লা জুন থেকেই দেশে লকডাউন জারি করা হয়। তবে তৃতীয় ঢেউ রুখতে এবার বেশ কড়া লকডাউন জারি করল মালয়েশিয়া সরকার।