Date : 2024-04-26

মেয়াদ শেষেও হচ্ছেনা দেশে ফেরা

ওয়েব ডেস্ক : পাকিস্তানের জেলে এখন নতুন সমস্যা। সেই দেশের জেলে বহু বিচারাধীন বন্দির শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরেও থাকতে হচ্ছে জেলের মধ্যেই।তার মধ্যে ১৭ জন ভারতীয়ও রয়েছেন। ইসলামাবাদের দাবি এদের অনেকেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে বাড়ির ঠিকানা টুকুও মনে করতে পারছেন না।অথচ এই বন্দিদের মুক্তি দিতে ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু করেছেন পাক সরকার।

তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। তালিকা পাঠানো দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।কিন্তু তাতেও কোনোই লাভ হয়নি। তাদের পরিবারের থেকেও কেউ যোগাযোগ করেনি পাক সরকারের সঙ্গে।বন্দিদের মধ্যে ৪মহিলাও আছেন বলে জানা যায়।এদের প্রত্যেকের বয়স হয়েছে। তার মধ্যে নেই নাগরিত্বের প্রমান। ফলে পরিবারের তরফে কেউ যোগাযোগ না করলে তাদের ভাপরতে পাঠানো সম্ভব নয়।সমস্যায় পরেছে পাক সরকার।