Date : 2024-04-20

চিনা ভ্যাকসিন নিয়ে আতঙ্ক ?

আতঙ্কের নাম করোনা। বিশ্বে মারণ ভাইরাসের বলি বহু মানুষ। চিনেই এই ভাইরাসের উত্্পত্তি হয়েছে, এনিয়ে রয়েছে নানা বিতর্ক। চিনেই প্রথম সংক্রমণের খবর মেলে। এরপর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ ভাইরাস। তবে টিকা আবিষ্কার হওয়ার পর থেকে খানিকটা স্বস্তি মিলেছে। কিন্তু এবার টিকা নিয়েও শুরু হয়েছে নতুন আতঙ্ক। বিশ্বে জোরকদমে চলছে টিকাকরণ। এদিকে চিনের তৈরি টিকা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। চিলি, বাহরাইন, মঙ্গোলিয়ায় নাগরিকদের চিনের তৈরি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এই দেশগুলিতে 60 শতাংশ নাগরিকদের টিকাকরণ সম্পূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে এই সব দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্ট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। যদিও সংক্রমণ বৃদ্ধির সঙ্গে চিনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে সে দেশের প্রশাসন। তবে এ ঘটনার পর চিনা ভ্যাকসিনের রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন।