ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতিতে বেসামাল রাজ্য। আক্রান্তদের সাহায্য করতে প্রশাসনের সঙ্গে এগিয়ে আসছে স্বেস্ছাসেবী সংস্থাগুলিও। এই সঙ্কটকালে মানুষের পাশে থাকতে চায় বহরমপুরের খুদে পড়ুয়া শরণ্যা হক। এই আশায় রেড ভলান্টিয়ার্সদের হাতে তুলে দিল নিজের জমানো 2600 টাকা। অতিমারিকালে অসহায়কে সাহায্য করার মানসিকতা দেখে আপ্লুত খুদের পরিবার।
বহরমপুরের গোরাবাজার এলাকার বাসিন্দা ছোট্ট শরণ্যা। কাশীশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সে। করোনার প্রকোপে দীর্ঘদিন ধরেই ঘরবন্দি। বন্ধুদের সঙ্গে খেলাধুলাও বন্ধ। বাবা-মা খালি বলে ঘরে থাকো। চারিদিকের পরিস্থিতি দেখে সেও বুঝতে পেরেছে চারিদিকের পরিস্থিতি ভালো নয়। বাবার মুখে অসহায় মানুষের কষ্টের কথা শুনে মন কেঁদে উঠেছে শরণ্যার। হাতে পাওয়া টাকা জমানো 2600 টাকা সে তুলে দিয়েছে পাড়ার রেড ভলন্টিয়ার্স কাকুদের হাতে।
একদিন করোনা দৈত্য বোতলবন্দি হবেই। ছোট্ট শরণ্যা ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে আবার স্কুলে যাবে। বয়সে খুদে হলেও অনেক বড়ো মনের পরিচয় দিয়েছে শরণ্যা। এভাবেই বেঁচে থাকুক মানবিকতা।