Date : 2024-04-23

কোভিড টিকা পাঠায়নি কেন্দ্র, তাই ইলিশও আসছে না ঢাকা থেকে

ওয়েব ডেস্কঃ- ফের প্রকাশ্যে ভারত-বাংলাদেশ সংঘাত। বাংলাদেশের প্রায় ১৬ লাখ মানুষ ভারতীয় করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নিয়েছেন। তবে সময় পেরিয়েছে। প্রথম ডোজ মিললেও, মেলেনি দ্বিতীয় ডোজ।

ভারতের তরফে বলা হয়েছে, আপাতত ভ্যাকসিনের আর একটি ডোজ়ও পাঠানো সম্ভব নয়। আর এবিষয়েই বাংলাদেশ সরকারের কথায়, বিষয়টি নিয়ে ক্ষোভ আর চাপা থাকছে না সে দেশে। যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাঙালির প্রিয় মাছ ইলিশ প্রসঙ্গে।

বেশ কিছুদিন আগেই, ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। তা সত্ত্বেও গতবছর পশ্চিমবঙ্গে দু’হাজার টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল হাসিনা সরকার। তবে এবছর বাংলা মুখো হয়নি ইলিশ। বিশ্লেষকদের মতে, টিকা নিয়ে দু’পক্ষের সম্পর্ক এতটাই আড়ষ্ট হয়ে গিয়েছে, যা ইলিশ-কূটনীতির আবহাওয়াটাই আর নেই।বাংলাদেশ সরকারের দাবি, টিকার ব্যাপারে ভারতের কাছ থেকে এতটাই আশ্বাস পাওয়া গিয়েছিল, যে তখন আগ্রহী চিনকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল । ফলে এখন তাদের কাছে ফের হাত পাতায় যথেষ্ট দর কষাকষির জায়গায় পৌঁছে গিয়েছে চিন।