কোভিড মেনেই ১৩৩তম মোহনবাগান দিবস পালিত করলো বেহালা সোদপুর দ্বিতীয় লেনের সমর্থকবৃন্দরা। মোহনবাগান শুধুমাত্র একটি ক্লাব নয়, আবেগের নাম । এই আবেগ দ্বারা চালিত হয়ে সমর্থকবৃন্দরা মোহনবাগানের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে যথাযথ করোনা বিধি মেনে ক্লাবের পতাকা ঊত্তোলনের মাধ্যমে গত বছরের মতো এবছরও দিনটিকে স্মরণ করেন ।
বেহালা সোদপুর দ্বিতীয় লেনের মোহনবাগান সমর্থকবৃন্দদের কাছে এই বিশেষ দিনটি পালনের তাৎপর্য হলো এলাকায় খেলাধূলার প্রসার ঘটানো । খেলাধূলার প্রতি উৎসাহ প্রদানের উদ্দেশ্যে তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে দিয়ে প্রায় ৫১ জন ছেলে-মেয়ের মধ্যে মোহনবাগান ক্লাবের জার্সি বিতরণ করা হয়।
মোহনবাগান ক্লাবের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর এভাবেই দিনটিকে স্মরণ করবেন বলে জানিয়েছেন মোহনবাগান সমর্থকবৃন্দরা।