Date : 2021-10-16

সোমবার থেকেই বাড়চ্ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে সময়সূচি

ওয়েব ডেস্কঃ এবার কলকাতার মেট্রো পরিষেবায় আসছে বদল। বাড়চ্ছে মেট্রোর সংখ্যা। বদলাচ্ছে সময় সূচীও। অফিস টাইমে ৪ মিনিট ব্যবধানে চলবে মেট্রো।

গত ১৬ জুন থেকে স্টাফ স্পেশ্যাল চালানো শুরু করেছে মেট্রো রেল৷ মূলত নিজেদের কর্মীদের যাতায়াত পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদেরও সুবিধার্থে এই স্টাফ স্পেশ্যাল ট্রেন চালানো শুরু করে মেট্রো কর্তৃপক্ষ৷ প্রথমে সকাল এবং বিকেল মিলিয়ে মোট ৬ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রেনের পরিমান বাড়ানোর সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ৷ পরে দুধাপে তা বাড়িয়ে ২০ জোড়া এবং ৩১ জোড়া করা হয়। কিন্তু তাতেও মিটছে না চাহিদা। ফলে যাত্রী সংখ্যা না কমায় ফের মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।