Date : 2024-03-28

একধাপে সংক্রমণ বাড়ল আমেরিকায়

জো বাইডেন ঘোষণা করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াই শেষ। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কারণ প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। স্বাধীনতা দিবসে জনসমাগমকেই এই সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে। এসবের কারণেই ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সিডিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 হাজারেরও বেশি।

এখনও পর্যন্ত 67 শতাংশ মানুষ টিকা পেয়েছেন। তবে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টিকার সংখ্যা সবচেয়ে বেশি মজুত রয়েছে আমেরিকাতে। কিন্তু তবুও টিকাকরণের হার তুলনায় অনেকটাই কম মার্কিন মুলুকে। হাসপাতালগুলোতেও ভেন্টিলেটরের আকাল দেখা দিয়েছে। তবে প্রশাসন সূত্রের খবর, দেশের যে অংশে ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেখানে তুলনায় সংক্রমণের হার অনেকটাই কম।