Date : 2024-03-28

১০০ দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান, সন্ধিহান ‘হু’ প্রধান

ওয়েব ডেস্কঃ- ২০২০ তেই গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তারপর থেকেই দিন যত এগোচ্ছে ততই আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাইরাসের চরিত্র। তবে এবার অতিমারির বর্তমান এই সময়টিকে আরও বেশি ভয়ঙ্কর বলে মনে করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম।

তাঁর কথায়, ভারতে জন্ম নেওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। যা কোভিড-১৯-এর ভ্যারিয়েন্ট গুলির মধ্যে সবচেয়ে বেশি ভয়ংকর। আর যেভাবে গোটা দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়চ্ছে তাতেই সিঁদুরে মেঘ দেখচ্ছেন তাঁরা। তার কথায়, “আগামী বছর এই সময়ের মধ্যে প্রত্যেকটি দেশের অন্তত ৭০ শতাংশ মানুষকে ভ্যাকিসন দেওয়া নিশ্চিত করতে হবে। বিশ্বের সমস্ত দেশের প্রধানদেরই এনিয়ে আরজি জানানো হয়েছে।” ফলে এইগুলি সম্ভব না হলে আরও আরও সমস্যায় পড়তে হয়ে গোটা বিশ্ববাসীকে।