প্রয়াত হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। বয়স হয়েছিল 87 বছর। বৃহস্পতিবার শিমলার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরের 12 এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। এরপরে 30 এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
30 এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফের অসুস্থবোধ করেন তিনি। এরপরে 11ই জুন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করা হয় ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে। সেখানেই দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রাজনৈতিক জীবনে 6 বার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এর পাশাপাশি 5 বারের সাংসদ হয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।