Date : 2024-05-09

পাঞ্জাবে খুলছে স্কুল, ক্লাস হবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত

করোনার প্রকোপ এখনও সারা দেশে রয়েছে। তবে এর মধ্যেই স্কুল খোলার ঘোষণা করা হল পাঞ্জাবে। স্বভাবতই এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খূর আগামি 2রা আগাস্ট থেকে স্কুল খুলছে পাঞ্জাবে। ক্লাস চলবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। রাজ্যের করোনা পরিস্থিতি আয়ত্বে রাখতে যদিও 10ই আগস্ট অবধি জারি রয়েছে করোনাবিধি।

তবে স্কুল খুললেও মেনে চলতে হবে করোনাবিধি। পাঞ্জাবের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়তে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে। করোনাকালে একটানা বন্ধ রয়েছে পড়াশোনা। ফলে রাজ্যের একাংশ পড়ুয়া ইতিমধ্যেই স্কুলছুটের দলে নাম লিখিয়েছে৤ সারা দেশের পাশাপাশি উদ্বেগে রয়েছে পাঞ্জাবের করোনা গ্রাফ।

সে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 6 লক্ষ তাই স্বভাবতই এই পরিস্থিতিতে পড়াশোনা চালু হলে কোভিড গ্রাফ আবার চড়তে শুরু করবে কি না তা বলবে আগামি দিন।