Date : 2024-04-26

বিমান দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু, ব্ল্যাকবক্সের খোঁজ চলছে

ওয়েব ডেস্ক: ফিলিপিন্সে সেনা বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০। রবিবার একটি হারকিউলিস সি-১৩০ সেনা বিমান ভেঙে পড়ে দক্ষিণ ফিলিপিন্সে। সূত্রের খবর, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টা করছিল বিমানটি। তখনই নিয়্ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছরে পড়ে। দুর্ঘটনার জেরে আগুন লাগে বিমানে।

জ্বলন্ত বিমান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। সেনায় গ্র্যাজুয়েট করছিলেন ওই বিমানের  যাত্রীরা। অধিকাংশ যাত্রী আবার সেনা প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফেলেছিলেন। দক্ষিণ ফিলিপিন্সে এক যৌথ বাহিনীতে অংশগ্রহণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদের।

জঙ্গি অধ্যুষিত ওই এলাকায় সবসময়ই প্রচুর সেনা মোতায়েন করা থাকে। তাদের দলে যোগ দিতেই বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনাটি ফিলিপিন্সে সেনার পক্ষে সবচেয়ে দুর্ভাগ্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনাস্থলে নারকেল গাছগুলিতেও বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ চালানো হয়েছে।