Date : 2024-04-25

করোনা কেড়েছে শৈশব, স্কুল পড়ুয়া এখন পেপসিওয়ালা

করোনা আবহে সংসারে অভাব অনটনের ছবি এখন চেনা। সেই পরিস্থিতির সঙ্গে যুজতে বাবার সঙ্গে সংসারের হাল নিজের কাঁধে তুলে নিল এক কিশোর। মিষ্টির দোকানের কাজ হারিয়ে বর্তমানে টোটো চালান অজয় দেবনাথ। বাবার অসহায় পরিস্থিতি দেখে পড়া ছেড়ে পেপসি ফেরি করছে সপ্তম শ্রেণির ছাত্র পলাশ। নবদ্বীপ শহরে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে পেপসি বিক্রি করে সে।

পারিবারিক অনটনের জেরে পড়াশুনো ছেড়ে পেপসি বিক্রি করছে সদ্য কৈশোরে পা দেওয়া একটি ছেলে। নদিয়ার নবদ্বীপ শহরে একাধিক জায়গায় সাইকেল নিয়ে পেপসি বিক্রি করতে দেখা যায় কোলের ডাঙা অঞ্চলের বাসিন্দা পলাশ দেবনাথকে।

করোনা আবহে কাজ হারিয়েছেন পেশায় মিষ্টি ব্যবসায়ী অজয় দেবনাথ। বর্তমানে টোটো চালাচ্ছেন তিনি। স্কুল বন্ধ থাকায় পড়াশুনো বন্ধ। তাই সংসারের দায়িত্ব নিতে পিছপা হয়নি সপ্তম শ্রেণির পলাশ। থার্মোকলের পেটিতে পেপসি ভরে বেরিয়ে পড়ে সে। প্রতিদিন 25 টা করে পেপসি বিক্রি হয়। রথযাত্রা উপলক্ষ্যে সামান্য বাড়তি আয় হয়েছে বলে জানায় পলাশ।

সবমিলিয়ে কবে বন্ধ হবে করোনার চোখরাঙানি ? কবে স্বাভাবিক হবে কর্ম সংস্থান? কবে ফের স্কুল চালু হবে ? সেই প্রশ্ন এখন পলাশদের চোখেমুখে।