Date : 2023-09-27

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর সঙ্গে জঙ্গি সংঘর্ষ

ওয়েব ডেস্কঃ এনএলএফটি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ বিএসএফের ২ জওয়ান। মঙ্গলবার ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমানায় বিএসএফ জওয়ানরা টহলদারি চালানোর সময় ঘটে এই ঘটনা।

সূত্রের খবর, সকালে আন্তর্জাতিক সীমানায় এনএলএফটি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের মতোন ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১জন সাব-ইনস্পেক্টরও রয়েছেন বলে জানা যায়৷ বিএসএফ সূত্রপর খবর, সকালে টহলদারী করার সময় আচমকাই তাদের উপর হামলা করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় সেনাদের তরফেও। আর তাতেই দুইপক্ষের ব্যাপক গোলাগুলিতে আহত হন,সাব-ইনস্পেক্টর ভুরু সিংহ এবং হাবিলদার রাজকুমার। পরে মৃত্যু হয় তাদের। এরপরই জাওয়ানদের কাছ থেকে অস্ত্র লুঠ করে পালায় জঙ্গিরা। জানা গিয়েছে এই সংঘর্ষে আহত হয়েছেন, বেশ কয়েকজন জঙ্গি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷