Date : 2022-08-19

সফল অস্ত্রোপচার রাষ্ট্রপতির

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির সেনা হাসপাতালে সফল অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। চোখে ক্যাটারাক্ট বা ছানির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে।এদিন সকালে সেই ছানিরই অপারেশন হল। রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।”

এর আগে শারিরীক কারনে সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারির কথা বলেন চিকিতসকেরা।এরপর দিল্লির এইএমস হাসপাতালে তার সেই অস্ত্রোপচারও হয়। রাষ্ট্রপতি ভবনের তরফে ট্যুইট করে জানানোও হয় তার শারিরীক অবস্থার কথা। বর্তমানে চোখের অপরাশনের পর সুস্থ আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।