Date : 2024-03-29

মুক্তি পেয়েছে 100 জইশ জঙ্গি, নাশকতার ছক ভারতে

তথাগত চ্যাটার্জী, নিউজ ডেস্ক : আফগানিস্তানে তালিবানি শাসনের মধ্যেই ভারতে নাশকতামূলক কার্যকলাপের নীল নকশা তৈরি হচ্ছে। সূত্রের খবর আফগানিস্তানে প্রায় 100 জন জইশ জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছে তালিবান। আর এই খবরের পরেই নড়েচ়ড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দারা। সদ্য মুক্তি পাওয়া জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন জেইএম-এর প্রধান মাসুদ আজহার। কোন পথে কী ভাবে ভারতে ঢুকে সন্ত্রাসবাদি কার্যকলাপ চালানো হবে তারই হাতে কলমে ট্রেনিং দেওয়া হচ্ছে জইশ জঙ্গিদের।

15 অগাস্ট কাবুলের দখল করার পরেই সে দেশের একাধিক কারাগারের দরজা খুলে দিয়েছিল তালিবানরা। এরপর থেকেই তালিব জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে হামলা চালানোর ছক কষছে তারা। সম্প্রতি মাসুদ আজহারের সঙ্গে জইশ জঙ্গিরা বৈঠকে বসেছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই ভারতে আত্মগোপন করে থাকা জইশ জঙ্গিদের খুঁজতে চিরুণি তল্লাশি শুরু হয়েছে। তবে চিন্তা শুধু জইশ জঙ্গিদের নিয়েই নয়। তার সাথে সীমান্তে চাপ বাড়াচ্ছে পাক জঙ্গিরাও। সব মিলিয়ে আফগানিস্তানে তালিবানিরাজ রক্তচাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের।