Date : 2024-04-25

করোনা আবহেই বুধবার থেকেই দিল্লিতে খুলছে স্কুল

রিমা দাস, নিউজ ডেস্ক : করোনা আবহেই বিধিনিষেধ মেনেই 1 সেপ্টেম্বর থেকে দিল্লিতে ধাপে ধাপে খুলছে স্কুল। প্রথম দফায় চালু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেনীর ক্লাস। দ্বিতীয় দফায় 8 সেপ্টেম্বর থেকে অষ্ঠম শ্রেনীর পড়ুয়াদের জন্য খুলবে স্কুল। এদিন এমনটাই জানানো হল দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে।

এবিষয়ে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, তাঁর সরকার কোভিডবিধি মেনেই ধাপে ধাপে ক্লাস চালু করতে চায়। এরপরেই দিল্লির শিক্ষা দফতর, ডিডিএম-সহ সংশিষ্ট দফতর গুলির আধিকারিকেরা ধাপে ধাপে স্কুল খোলায় ক্ষেত্রে সক্রিয় হন। তবে পঞ্চম শ্রেণী অথবা তার নীচের ক্লাস গুলি চালুর বিষয়ে পরবর্তীকালে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে তবেই চালু করা হবে বলেই জানানো হয়।

করোনা অতিমারির জেরে প্রায় 2 বছর ধরে বন্ধ সমস্ত স্কুল। করোনার দ্বিতীয় ঢেউ-এর পরই সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার আগেই স্কুল খোলার সিদ্ধান্ত কতটা যুক্তিপূর্ণ তা এখন সময়ের অপেক্ষায়।