Date : 2024-03-29

স্কুল খোলার সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ তেলঙ্গানা হাই কোর্টের

রিমা দত্ত, নিউজ ডেস্ক : রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল তেলঙ্গানা হাইকোর্ট। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দেশ তেলেঙ্গানা সরকার। আর সেই নির্দেশেই আপাতত স্থগিতাদেশ দিল তেলঙ্গানা হাইকোর্টে। রাজ্য সরকারের ঘোষণা মাত্রই একটি জনস্বার্থ মামলা হয়৷ আর সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। শুনানির পর আদালত জানিয়েছে, কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়াকে যেন স্কুলে সশীরের হাজিরা হওয়ার জন্য বাধ্য না করা হয়। এই মর্মে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, রাজ্য সরকারকে এই বিষয়ে একটি হলফনামাও জমা করতে বলেছে আদালত।

কেভিড পরিস্থিতির মধ্যে রাজ্যে স্কুল খুলবে কিনা তা নিয়ে কিছুটা হলেও দোলাচলে ছিল তেলেঙ্গানা সরকার। ইতিমধ্যে কোভিড আবহেই দেশের মধ্যে ১২ টি রাজ্যে স্কুল খুলে গিয়েছে। আবার কয়েকটি রাজ্যে সেপ্টেম্বর থেকে স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। ফলে এবিষয়ে তেলঙ্গনা সরকারও একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। এই বৈঠকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানান, কোভিড পরিস্থিতির কারণে শিক্ষাব্যবস্থার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২৪ অগস্টের বৈঠকে স্থির হয় সেপ্টেম্বর থেকে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা হবে। সেই সঙ্গে স্কুল খোলার ক্ষেত্রেও বেশ কয়েকটি নির্দেশিকা ঘোষণা করে তারা। ক্লাসরুম গুলিকে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয় সব স্কুল কর্তৃপক্ষকে।