Date : 2021-10-22

জমা জলে মাছ ধরতে গিয়ে জালে বিষধর সাপ

বিশ্বজিৎ পাল, রিপোর্টার : জমা জলে মাছ ধরতে গিয়ে বিপত্তি। মাছ ধরা জালে জড়িয়ে যায় বিষধর সাপ। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী। বনদফতরে খবর দিলে উদ্ধার করে বিষধর সাপটিকে।টানা বৃষ্টির ফলে অন্যান্য জায়গার মতো জলমগ্ন হয়ে পড়েছে নিউটাউনের বনমালী পুর প্রাইমারি স্কুল মাঠ আর সেখানেই স্থানীয় যুবকের দল জাল দিয়ে মাছ ধরার সময় জালে জড়িয়ে যায় একটি বিষধর সাপ।

আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা বাসি এরপর এই খবর দেয়া হয় বনদপ্তর কে। বনদপ্তর আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেই বিষধর সাপ টিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে খবর এটি একটি বিষয় কাল কেউটে সাপ। তবে জামা জলে এই ধরনের বিষধর সাপের উপদ্রব যে কারণে এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।