তথাগত চ্যাটার্জি , নিউজ ডেস্ক : মন্দিরে চুপচাপ শুয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎই তাঁর দিকে এগিয়ে গেল একটি আস্ত গোখরো সাপ। আশ্চর্য ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাসওয়ারা জেলায়। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি এতটুকু। হাড়হিম করা ভিডিওতে ধরা পড়েছে মন্দিরে ঘুমন্ত এক ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছে একটি গোখরো সাপ। তবে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। সাপটি তাঁকে লক্ষ্য করে এগিয়ে গেলে হঠাৎই ঘুম ভেঙ্গে যায় তাঁর। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে বিষম ঘাবড়ে যান তিনি।
সাপটিও তাকে ছোবল না মেরেই তাঁর শরীরের ওপর দিয়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে যেখানে ওই মন্দির রয়েছে সেখানে সরীসৃপ ও বিভিন্ন জীবজন্তুর বাস। ফলে কোনওভাবে সাপটি চলে এসেছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। অনেকে কৌতুকপূর্ণ কমেন্টও করেছেন। তবে এই ঘটনায় যে বরাতজোরে ওই ব্যক্তির প্রাণরক্ষা পেয়েছে তা বলাই বাহুল্য।