Date : 2024-04-24

Durga Puja 2021 : আটঘরা ন’পাড়া বারোয়ারি পুজোর এবারের থিম ডোকরা শিল্প

আটঘরা নপাড়া বারোয়ারি সর্বজনীন দূর্গোৎসব এবছর পদার্পণ করেছে 108 তম বর্ষে। করোনা আবহে বাড়তি সতর্কতা মেনেই সেজে উঠছে মণ্ডপ ও প্রতিমা। চলছে মণ্ডপ তৈরির কাজ। থাকছে বিশেষ চমক। পুজোর কটা দিন অঞ্জলি থেকে বিসর্জন মেনে চলা হবে স্বাস্থ্য-বিধি। জানিয়েছেন উদ্যোক্তারা।

আটঘরা নপাড়া বারোয়ারি সর্বজনীন দূর্গোৎসব প্রতি বছরের মতো এবারও নতুন চমক নিয়ে আসছে। এবারের থিম বাঁকুড়ার ডোকরা শিল্প। করোনার মহামারীতে জেলার বিভিন্ন শিল্প ও শিল্পীদের অবস্থা শোচনীয়। তাই বাঁকুড়া জেলার ডোকরা শিল্পকে মানুষের সামনে তুলে ধরতে আটঘরা নপাড়া বারোয়ারি পুজো উদ্যোক্তারা পুরো মণ্ডপকে ডোকরা শিল্প দিয়ে সাজিয়ে তুলছেন। জানালেন আটঘরা ন’পাড়া বারোয়ারি পুজোর সভাপতি দেবব্রত দাস।
এবছর 108 তম বর্ষে পদার্পণ করেছে আটঘরা নপাড়া বারো.য়ারি পুজো। মণ্ডপ যেমনি সাজে থাকুক না কেন প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। আটঘরা নপাড়া বারোয়ারি পুজোর প্রতিমার সাজবেন ডাকের সাজে।

কোভিড বিধিনিষেধের উপর জোর দিয়েছে পুজো উদ্যোক্তারা। তাই আগের বছরের মত এবছরও দর্শনার্থীদের জন্য মণ্ডপে থাকছে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা। দূরত্ব বিধি মেনেই হবে প্রতিমা দর্শন। জানালেন আটঘরা ন’পাড়া বারোয়ারি পুজোর প্রধান পৃষ্ঠপোষক আজিজুল হোসেন মণ্ডল।

তবে শুধু দর্শনার্থীদের নয়, পুজো মণ্ডপ তৈরী করতে যেসব কর্মীরা কাজ করছেন, তাদেরও টিকাকরণ করিয়েছেন আটঘরা ন’পাড়া বারোয়ারি পুজো উদ্যোক্তারা। ভিড় এড়াতে ও দর্শনার্থীদের কথা মাথায় রেখেই দ্বিতীয়াতেই উদ্বোধন হবে আটঘরা ন’পাড়া বারোয়ারি পুজোর।