Date : 2024-03-19

ত্বকের যত্নে অ্যালোভেরা, ঔধুধী গুণে ভরপুর অ্যালোভেরা


রিমিতা রায়, নিউজ ডেস্ক : ঔধুধী গুণে ভরপুর অ্যালোভেরা। এটি বহু রোগ নিরাময়ে সক্ষম। সবেতেই জুড়ি মেলা ভার এই গাছটির। অনেকের বাড়িতেই দেখা যায় অ্যালোভেরা। এটি একটি রসালো উদ্ভিদ। পাতা কেটে জেল বার করে ওধুধের কাজে ব্যবহার হয়। কি কাজে লাগে অ্যালোভেরা? অনেকের ত্বকে নানা সমস্যা থাকে। ব্রণ দেখা যায়। অ্যালোভেরা ব্রণ দূর করে। ত্বক সমর্কিত বিভিন্ন সমস্যা দূর অ্যালোভেরা সাহায্য করে। ওজন কমাতেও অ্যালোভেরার রস কাজে লাগে।

কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে। নানা প্রকার ইনফেকশন রুখতেও উপকারী অ্যালোভেরা। অ্যালোভেরা ওজন নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে। ডায়াবেটিসের সমস্যা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা। কীভাবে খাবেন অ্যালোভেরা? ডায়াবেটিসের রোগীরা চা করে খেতে পারেন। গ্রিন টির সঙ্গে অ্যালোভেরা ফুটিয়ে চা করতে হবে। অ্যালোভেরার শরবত বহু উপকারে লাগে। অ্যালোভেরার স্যালাড বানিয়েও খাওয়া যায়। বলাই যায়, অ্যালোভেরার গুণাগুণ বহু।