Date : 2024-04-17

ইতিহাসে অবনী লেখারা

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : টোকিও প্যারাম্পিক্সে ফের ইতিহাসে নাম লেখালেন অবনী লেখার। ইতিমধ্যেই রাইফেল শ্যুটিংয়ে একটি পদক জিতেছেন তিনি। শুক্রবার মেয়েদের 50 মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের নাম উজ্জল করলেন তিনি। এই ইভেন্টের ফাইনাল রাউন্ডে 249.6 স্কোর করেন তিনি। এই স্কোর বিশ্বরেকর্ডও এই অসাধারণ খেতাবের ফলে ভারতের পদকের সংখ্যা দাঁড়ালো 12।

এই পদকগুলির মধ্যে রয়েছে 2টি সোনা, 6টি রুপো এবং 4টি ব্রোঞ্জ। অবনীর এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন টোকিও প্যারাম্পিক্সে আবারও সাফল্য অর্জন করল ভারত। অবনী লেখারার এই অনবদ্য সাফল্যে তাকে শুভেচ্ছা জানাই। আগামীদিনে তাঁর আরও সাফল্য কামনা করি। সব মিলিয়ে টোকিও প্যারাম্পিক্সে আবারও কৃতিত্ব গড়ল ভারত।