Date : 2024-04-25

ঘুমের দেশে টেলিভিশন “সুপারস্টার সিদ্ধার্থ শুক্লা”

রাকেশ নস্কর রিপোর্টার : টেলিভিশন পর্দার সুপরিচত সুপুরুষ একজন ব্যক্তিত্ব। ছোটপর্দার মিস্টার ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ছিলেন তিনি। নারীদের ক্রাশ অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। অনুরাগীদের হতবাক করে অভিনয় জগতের মায়া ত্যাগ করে জীবনের ইতি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । অভিনেতার বয়স হয়েছিল 40 বছর। বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যান সিদ্ধার্থ । চিকিৎসকদের মতে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন সিদ্ধার্থ। ধারাবাহিকের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওতে নিজের অভিনয়ের প্রতিভা ছড়িয়ে দিয়েছেন।

1980 সালের 12 ডিসেম্বর মুম্বইয়ের এক সাদামাটা পরিবারে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা। 2005 সালে 40 জন প্রতিযোগীকে হারিয়ে ওয়ার্ল্ডস বেস্ট মডেল টাইটেল জিতে নেন সিদ্ধার্থ। 2008 সালে “বাবুল কে আঙ্গন ছুটে না” কেরিয়ারের প্রথম ধারাবাহিকে কাজ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। “সিআইডি”, “বালিকা বধু”, “দিল সে দিল তক” সহ বহু ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ শুক্লা। “খতরোঁ কে খিলারি -7”, “বিগ বস- 13” মত টেলিভিশন রিয়েলিটি শোয়ে জয়ী হয়েছেন সিদ্ধার্থ শুক্লা। “ব্রোকেন বাট বিউটিফুল 3” ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে ছিলেন তিনি।বলিউডে 2014 সালে “হাম্পটি শর্মা কি দুলহানিয়া” ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে শোকাহত টিনসেল টাউন। অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। আরও অনেক অভিনয় বাকি ছিল…বাকি ছিল বহু স্বপ্ন। এই প্রতিভাবান অভিনেতাকে আর প্লাস নিউজের শ্রদ্ধার্ঘ্য।