Date : 2024-04-26

হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়ক চন্দনা বাউরী

স্নেহাশীষ চট্টোপাধ্যায়, রিপোর্টার : বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে কোনো কড়াআইনি পদক্ষেপ নয় । বিবাহ বহির্ভূত সম্পর্কে পুলিশ কোনো তদন্ত করতে পারে না। তাই তার বিরুদ্ধে দায়ের করাএফ আই আর( FIR) এর উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট।আপাতত তাকে গ্রেফতার করা যাবে না। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র।

মামলাকারি বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি চলতি বছরের ১৯শে অগাস্ট বিজেপি বিধায়কের গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু একটি অভিযোগ করেন গঙ্গাজল ঘাঁটি থানায়।পুলিশ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪৯৮এ,৪০৬,৫০৬,এবং৪৯৪ধারায় মামলা রুজু করে পুলিশ। চন্দনা বাউরির সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক এবং কৃষ্ণ কুন্ডুর বিয়ে হয়েছে চন্দনার সঙ্গেবলে জানতে পারেন রুম্পা দেবী।বর্তমানে তাঁর স্বামী কৃষ্ণ কুন্ডু নিখোঁজ এবং তার আলমারি থেকে অনেক কিছু জিনিসপত্র নিখোঁজ। এরপর আইনজীবী মারফৎ গত ২৩ অগাস্ট একটি আইনি নোটিশ দেয় চন্দনাকে। গত ২রা সেপ্টেম্বর এ নিম্ন আদালতে আত্মসমর্পণ করেবিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি।পরবর্তী সময়ে বিধায়কের বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ আনে পুলিশ। এরপর আদালতে মামলা করেন বিধায়ক। বিচারপতি কৌশিক চন্দ তার বিরুদ্ধে চলা একাধিক মামলায় আগামী ৮ সপ্তাহ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।