Date : 2021-10-19

খাল থেকে উদ্ধার পচাগলা দেহ

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: বেলেঘাটা খাল থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে বেলেঘাটা খালে ভাসতে দেখা যায় এক যুবকের মৃতদেহ। স্থানীয়দের চোখে পড়তেই খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে খাল থেকে উদ্ধার করে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ।

মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও মুখে রক্ত পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুক্রবার দেহের ময়নাতদন্ত হওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে সূত্রের খবর। পাশাপাশি মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।