Date : 2024-04-19

মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির আবেদন জানানো যাবে

রিমা দত্ত নিউজ ডেস্ক এবার মাধ্যমিক পাশের পরই কেন্দ্রীয় সরকারি চাকরিতে আবেদন জানাতে পারবেন সকলে। ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে প্রতিরক্ষা মন্ত্রকে। নিয়োগ করা হবে ৪০০ পদে। সিভিলিয়ান মোটর ড্রাইভার, ক্লিনার, সিভিলিয়ান কেটারিং ইনস্ট্রাক্টর এবং কুক পদের জন্য হবে নিয়োগ। এবিষয়ে ২৮ অগস্ট প্রতিরক্ষা মন্ত্রকের তরফে নোটিশ দেওয়া হয়।নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। এই পদগুলির জন্য আগে জুন মাসেও একবার বিজ্ঞপ্তি জারি করেছিল মন্ত্রক। সেই সময়ে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অবশ্য এখন আর আবেদন করতে হবে না এমটাই জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

আবেদন করার সময়, বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। সিভিলিয়ন মোটর ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। বাকি সব পদের জন্য বয়স হতে হবে ২৫-এর মধ্যে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বয়সের হিসেব করা হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১৫০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষা হবে।