Date : 2024-04-26

China : নিখোঁজ চিনের সাংবাদিক

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন চিনের সাংবাদিক সোফিয়া হুয়াং জুয়েকিন। তারই শাস্তি হিসেবে কি শি জিংফিংয়ের সরকার বেপাত্তা করে দিল তাঁকে। সূত্রের খবর বেশ কয়েক বছর আগে চিনের মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। তাঁর সমীক্ষায় উঠে এসেছিল এক ভয়ঙ্কর রিপোর্ট। তিনি দাবি করেছিলেন চিনের বহু সাংবাদিকই যৌন হেনস্থার শিকার। নারীদের সুরক্ষা নিয়ে শুরু হয়েছিল মি-টু আন্দোলন। চিনে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

চলতি মাসের 19 তারিখ থেকে খোঁজ মিলছে না সোফিয়ার৤ তবে শুধু সোফিয়াই নয়। তাঁর সঙ্গে খোঁজ মিলছে না এক কর্মীরও। চিনা সরকারের বিভিন্ন কার্যকলাপ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক আদেশ জারি করে প্রশাসন। দেশ ছাড়তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাঁকে। তাঁর এই অন্তর্ধান ঘিরে সাংবাদিকমহলে বেড়েছে রহস্য।